হোম » বিনোদন » শপথ অনুষ্ঠানে নেই মিশা-জায়েদ প্যানেলের নির্বাচিত কেউ!

শপথ অনুষ্ঠানে নেই মিশা-জায়েদ প্যানেলের নির্বাচিত কেউ!

মারুফ সরকার,বিনোদন প্রতিনিধি: আজ রোববার (৬ ফেব্রুয়ারি) বহুল আলোচিত চলচ্চিত্র শিল্পী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এফডিসির উন্মুক্ত প্রাঙ্গণে নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চনকে শপথ বাক্য পাঠ করান বিদায়ী সভাপতি মিশা সওদাগর। দায়িত্ব বুঝে নেওয়ার পর বর্তমান সভাপতি ইলিয়াস কাঞ্চন বিভিন্ন পদে নির্বাচিত অন্যান্য সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

এদিকে এত তাড়াহুড়ো করে শপথ আয়োজনকে ভিন্নভাবে দেখছেন অনেকেই। আবার মিশা-জায়েদ প্যানেলের কেউ কেউ জানেনই না আজ শপথ অনুষ্ঠান!

জায়েদ-মিশা প্যানেল থেকে সহসভাপতি পদে নির্বাচিত রুবেল গণমাধ্যমকে বলেন, ‘আমি একজন নির্বাচিত সহসভাপতি। একজন সাংবাদিকের কাছে মাত্র শুনলাম আজ শপথ। আমি কি অভিনেতা হিসেবে এতটাই ফেলনা? আমাকে কেউ জানানোর প্রয়োজন মনে করল না, যাই না–যাই সেটা পরের ব্যাপার। আমি এসব কাদা ছোড়াছুড়ির মধ্যে নেই। আমি শপথে যাচ্ছি না।’

কার্যকরী সদস্য পদে নির্বাচিত অভিনেত্রী অঞ্জনা বলেন, ‘আমার একার বলার কিছু নেই। আমাদের প্যানেলের সিদ্ধান্তেই আমরা থাকব। তবে আজ আমি যাচ্ছি না। আমাদের সিদ্ধান্তের একটা ব্যাপার আছে। এত বছর ধরে আমরা একসঙ্গে আছি, এখন নতুন করে অনেক কিছু হচ্ছে, শিল্পী সমিতির সঙ্গে সব সময় আছি। আমরা সময় নিয়েই সবাইকে পরে সিদ্ধান্ত জানাব।’

জায়েদ খানের প্রার্থীতা বাতিল ও নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক ঘোষণা করা প্রসঙ্গে তিনি বলেন, ‘এই নিয়ে আমার একার কোনো মন্তব্য নেই। আমরা মিটিং করে সর্ব সিদ্ধান্তক্রমে জানাব। তবে আমার বিপরীত প্যানেলের যাঁরা নির্বাচিত হয়েছেন, সবার জন্য শুভকামনা রইল। ইন্ডাস্ট্রির ভালোর জন্য আমরা সবাই এক। এটি একটি পরিবার। এ পরিবারের ভালোর জন্য যা করতে হয়, আমরা করব।’

আলীরাজ বলেন, ‘আমাদের শপথ পড়ান সমিতির সভাপতি সাহেব। যেকোনো দিন তার কাছ থেকে শপথ নিয়ে নেব।’

তিনি আরও বলেন, ‘আমি একটি প্যানেলে ছিলাম। তাদের সঙ্গেই আমাকে থাকতে হবে। আলাদা করে কিছু করা উচিত হবে না। আর এভাবে সাধারণ সম্পাদক নির্বাচিত করাকে আমার কাছে বোধগম্য মনে হচ্ছে না। কীভাবে কী হলো, কিছুই বুঝলাম না। সময় আছে, দেখা যাক কী হয়।’

মিশা-জায়েদ প্যানেলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে জয়ী অভিনেতা জয় চৌধুরী বলেন, ‘আমি যাচ্ছি না। আমার সিনিয়ররা যে সিদ্ধান্ত নেবেন, সেটাই আমি মেনে নেব। এতটুকু জানি, আমাদের প্যানেল থেকে কেউই শপথে যাচ্ছেন না। শুনেছি, সিনিয়ররা সংবাদ সম্মেলন করে নির্বাচিত সাধারণ সম্পাদক ও অন্যান্য বিষয়ে কথা বলবেন। এর আগে এসব প্রসঙ্গে আমি কিছুই বলতে পারছি না।’

Loading

error: Content is protected !!