আওয়াজ অনলাইন : প্রথমবারের মতো দেখা যাবে চলচ্চিত্র অভিনেতা রোহানকে আসন্ন ঈদে ৭ পর্বের নাটকে। নাটকটির নাম মিস্টার এম। রচনায় ইফতেখার ইফতি। চিত্রনাট্য ও পরিচালনায় অনিক বিশ্বাস। নাটকটিতে আরো অভিনয় করেছেন-শ্যামল মাওলা, অর্ষা, কচি খন্দকার, জাহিদ সহ আরো অনেকেই।
পরিচালক অনিক বিশ্বাস বলেন, আসন্ন ঈদে আমার “মিস্টার এম” নামক নাটকটি একটি টিভি চ্যানেলে প্রচারিত হবে। আশা করছি দর্শকদের একটি ভাল কাজ উপহার দিতে পারব।
এ প্রসঙ্গে রোহান জানান, নাটকের গল্পটি বেশ মজার এবং রহস্যে ভরা। গল্পটি আমার খুব ভালো লেগেছে। আমার চরিত্রটি দর্শক খুব উপভোগ করবে। এই প্রথম আমি নাটকে অভিনয় করলাম। ভালো গল্প পেলে সিনেমার পাশাপাশি এখন থেকে নাটকে অভিনয় চালিয়ে যেতে চাই।
উল্লেখ্য, রোহানের অভিনয় হাতে খড়ি হয় গাজী রাকায়েতের চারুনীড়ম স্কুল অফ এক্টিং এন্ড রিসার্চ থিয়েটারের মাধ্যমে।এরপর রোহান বেশ কিছু সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন। সিনেমাগুলো হল পাগল তোর জন্য রে, বুলেট বাবু, মার ছক্কা।
আরও পড়ুন
কবি থেকে সুরকার হিসেবে নতুন পরিচিত এম এ হান্নান
কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ঘরের সাথে উপকারভোগীদের ছাগল দিলেন ইউএনও
সিরাজগঞ্জে ৪ টি উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা