হোম » অর্থনীতি » ঢাকা ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৪ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ২

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৪ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ২

আওয়াজ অনলাইন : ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্ট থেকে ৩ কোটি ৭৭ লাখ টাকা উধাও হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় সিনিয়র ক্যাশ ইনচার্জ রিফাতুল হক ও ম্যানেজার অপারেশন্স ইমরান আহমেদকে ৫৪ ধারায় আটক করেছে বংশাল থানা পুলিশ।

বৃহস্পতিবার ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্টে তিন কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকার হিসাবের গড়মিল পায় প্রতিষ্ঠানটির নিরীক্ষা শাখা। তলব করা হয় ব্যাংকের সিনিয়র ক্যাশ ইনচার্জ রিফাতুল হককে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে ব্যাংকের অডিট শাখার কর্মকর্তারা। একপর্যায়ে সিনিয়র ক্যাশ ইনচার্জের কথায় অসংলগ্নতা পেলে আরো জিজ্ঞাসাবাদ করা হলে বেরিয়ে আসে একই শাখার ম্যানেজার অপারেসন্স ইমরান আহমেদের নাম।

পরে শাখা ম্যানেজার আবু বকর সিদ্দিক অভিযুক্ত দুজন কর্মকর্তাকে বংশাল থানা পুলিশের কাছে সোপর্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে টাকার গড়মিলের বিষয়ে অভিযুক্তরা স্বীকার করেছে বলে দাবি করছে ব্যাংক কর্তৃপক্ষ।

বংশাল থানার পরিদর্শক (অপারেশন) আবুল কালাম ভূঁইয়া বলেন, ঢাকা ব্যাংকের বংশাল শাখা থেকে বিপুল অঙ্কের টাকা তাদের ক্যাশ ইনচার্জ সরিয়ে নিয়েছেন বলে রাতে ব্যাংকটির ম্যানেজার আমাদের কাছে অভিযোগ করেন। এ অভিযোগের ভিত্তিতে ইমরান ও রিফাত নামে দুজনকে আটক করা হয়।

তিনি বলেন, এ বিষয়ে এখনও মামলা হয়নি। মামলা হলে এটি দুদকে চলে যাবে। পুরো বিষয়টি দুদক তদন্ত করে দেখবে। বৃহস্পতিবার রাতে টাকা উধাওয়ের বিষয়টি বুঝতে পেরে রাতেই ওই দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বংশাল থানার ডিউটি অফিসার মাসুম বিল্লাহ।’ ছবি: সংগৃহীত। /এইচ.

Loading

error: Content is protected !!