হোম » অর্থনীতি » হরিপুরে বিলনার্সারিতে মাছ অবমুক্ত

হরিপুরে বিলনার্সারিতে মাছ অবমুক্ত

জে.ইতি হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধিঃ  ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার তিনটি বিলে ৩৮০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে বলে উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে।

উপজেলা মৎস্য অফিসার কাউসার হোসেন জানান, চালিত বছরে বিলনার্সারীর বরাদ্দ থেকে সল্প সময়ের জন্য একটি পুকুর লিজ নিয়ে সেখানে ৩কেজি পোনা মাছ চাষ করা হয়, অল্প কিছুদিন পর সেই পোনা মাছগুলো বড় হয়ে ৩৮০কেজি ওজন হয়, এরপর সেগুলো উপজেলার দেহট্র বিল ২০০ কেজি, অভয়াশ্রম ১৫০, বুড়া বিলে ৫০ কেজি করে তিনটি বিলে মাছ অবমুক্ত করা হয়েছে। মাছগুলোর মধ্যে রয়েছে হাঙ্গরী, মৃগেল, সিলভারকার্প।
মৎস্য অফিসার কাউসার হোসেন আরো জানান, তিন দিনের কার্যক্রমের গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত এ কর্যক্রম চলবে।
করোনার প্রাদুর্ভাবের কারণে আমাদের প্রতিবেদকে ১০ জুলাই শুক্রবার দুপুরের সময় মুঠো ফোনের মাধ্যমে বিলনার্সারি মাছ অবমুক্ত কার্যক্রম সম্পর্কে অবগত করেন উপজেলা মৎস্য অফিসার কাউসার হোসেন ।
মাছ অবমুক্ত করা সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার কাউসার হোসেন, সহকারী মৎস্য অফিসার আব্বাস আলীসহ জেলে ও মৎস্য ব্যবসায়ীরা।

error: Content is protected !!