মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ– সিরাজগঞ্জের রায়গঞ্জের বিভিন্ন হাট বাজার রাস্তাঘাট ও ফুটপাতের মোড়ে মোড়ে দেদারছে বিক্রি হচ্ছে তালের শাঁস। প্রথমদিকে প্রতিটি কচি তালের শাঁস ৭-৮ টাকা বিক্রি করা হলেও এখন তা বিক্রি করা হচ্ছে ৩-৪টাকায়। উপজেলার বিভিন্ন হাট-বাজার গুলোতে দেদারসে বিক্রি হচ্ছে কচি তালের শাঁস। ধ্বনি-গরীবের ক্রয় ক্ষমতার মধ্যে সকলের কাছে লোভনীয় এই খাবারটি কিন্তু ভির জমাচ্ছেন সকল পেশার মানুষ।
ক্রেতাদের চাহিদা অনুযায়ী তাদের পছন্দের আচ্ছো কচি তালগুলো কোর্ট শাঁস বের করে দিচ্ছেন দোকানিরা। তাছাড়া সূত্রে মতে জানা যায়, তালের শাঁস মানব দেহের জন্যও বেশ উপকারী একটি খাবার। এ সময় হাটপাঙ্গাসী বাজারে শাঁস কিনতে আসা মোছাঃ রোজিনা বলেন, তারাও কচি তালের শাঁস কিনতে অপেক্ষা করছেন। এদিকে তালের শাঁস বিক্রেতা বলেন তিনি প্রতি বছরই রায়গঞ্জের বিভিন্ন হাট-বাজারে এই সময়ে কচি তালের শাঁস বিক্রি করেন।
রোজগার কেমন হচ্ছে তা জানতে চাইলে বিক্রেতা বলেন প্রায় ২-৩ মাস ব্যাপি শাঁস বিক্রি করে তার আয় ভালোই হচ্ছে।
আরও পড়ুন
হাতীবান্ধা এস এস একাডেমির জার্সি উন্মোচন ও চাইনিজ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
আলফাডাঙ্গায় শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগ
ঠাকুরগাঁও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা