হোম » অপরাধ-দুর্নীতি » উখিয়ায় অস্ত্র ও গুলিসহ ৩ রোহিঙ্গা সন্ত্রাসী কে গ্রেফতার করেছে এপিবিএন পুলিশ 

উখিয়ায় অস্ত্র ও গুলিসহ ৩ রোহিঙ্গা সন্ত্রাসী কে গ্রেফতার করেছে এপিবিএন পুলিশ 

মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার : কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শিবিরে অভিযান পরিচালনা করে ২ টি ওয়ান শুটারগান, ১ রাউন্ড রাইফেল গুলি ও ১ টি শর্টগানের কার্তুজসহ ৩ রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে এপিবিএন পুলিশ। 
আটকরা হলেন, রশিদ আহমেদের ছেলে রমজান আলী (৩১), নুরুজ্জামান এর ছেলে সলিম উল্লাহ (২৩), আবুল হাছিম এর ছেলে মোহাম্মদ ইউনুস (৩০)। তারা সকলেই উখিয়া রোহিঙ্গা শিবিরের বিভিন্ন ব্লকের বাসিন্দা।
শনিবার (১১ নভেম্বর) গভীর রাতে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প -৫, ব্লক ই সংলগ্ন রোহিঙ্গা কবির আহমেদ এর বসতঘরের উত্তরে ময়লা ট্যাংকের পাশে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে ।
বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন ( এপিবিএন) এর অধিনায়ক ( অতিরিক্ত ডিআইজি) মো.ইকবাল।
তিনি জানান, তথ্যের ভিত্তিতে রোহিঙ্গা কবির আহমেদের বসতঘরের পাশে ময়লা ট্যাংকের পাশে অভিযান পরিচালনা করে ২ টি ওয়ান শুটারগান, ১ রাউন্ড রাইফেল গুলি ও ১ টি শর্টগানের কার্তুজসহ ওই ৩ রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে বলে জানান এপিবিএন এর এই কর্মকর্তা।

Loading

error: Content is protected !!