হোম » অপরাধ-দুর্নীতি » বগুড়ার ধুনটে যাত্রী বেশে অটোভ্যান ছিনতাই

বগুড়ার ধুনটে যাত্রী বেশে অটোভ্যান ছিনতাই

এম এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে যাত্রী বেশে অটোভ্যানে উঠে স্যালাইনের সঙ্গে বিষাক্ত পদার্থ মিশিয়ে চালক কে খাইয়ে অটোভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

গত ৪ নভেম্বর বিকালে উপজেলার সদর ইউনিয়নের বেলকুচি গ্রামের পন্ডিতবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় ৫ নভেম্বর রোববার চালকের বাবা বাদি হয়ে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর উপজেলার পারলক্ষীপুর গ্রামের মাহফুজার সরকারের ছোট ছেলে জুনায়েদ অটোভ্যান নিয়ে নলডাঙ্গা গ্রামে নানা বাড়িতে যায়। পরে নানার বাড়িতে খাওয়া দাওয়া শেষ করে ধুনট বাজারের জিরোপয়েন্ট এলাকায় আসে। ধুনট বাজার জিরোপয়েন্ট অবস্থানকালে দুপুর পৌনে ২টার সময় অজ্ঞাত ৩/৪ জন লোক জুনায়েদের অটোভ্যানে উঠে বেলকুচি যাওয়ার কথা বলে।

জুনায়েদ তখন তাদের নিয়ে বেলকুচির দিকে রওনা হয়। পরে বেলকুচি টু চালাপাড়া গামী পাকা রাস্তায় পৌঁছালে যাত্রী বেশে অটোভ্যানে উঠা অজ্ঞাত লোকেরা জুনায়েদকে একটি স্যালাইন মিশ্রিত পানির বোতলে বিষাক্ত জাতীয় পদার্থ দিয়ে খাওয়ার কথা বলে। তখন জুনায়েদ সরল বিশ্বাসে উক্ত স্যালাইনের পানি খায়। স্যালাইনের পানি খাওয়ার কিছুক্ষন পর বেলকুচি গ্রামস্থ পন্ডিতবাড়ী মোড়ে পৌছালে জুনায়েদ অজ্ঞান হয়ে যায়। তখন যাত্রী বেশে অটোভ্যানে উঠা ছিনতাইকারীরা জুনায়েদকে উক্ত স্থানে ফেলে রেখে অটোভ্যানটি নিয়ে চলে যায়।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, অটোভ্যান ছিনতাইয়ের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অটোভ্যানটি উদ্ধারে থানা পুলিশ তৎপর রয়েছে।

error: Content is protected !!