হোম » অপরাধ-দুর্নীতি » সোনাইমুড়ীতে জমি দখল করে অবৈধ ডেজার দিয়ে বালু উত্তোলন 

সোনাইমুড়ীতে জমি দখল করে অবৈধ ডেজার দিয়ে বালু উত্তোলন 

মোহাম্মদ হানিফ (গোলজার হানিফ), নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ীতে এক ব্যক্তির পুকুর দখল করে অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার দেউটি ইউনিয়নের সরকামতা এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে ভুক্তভোগী গোলাম মোস্তফা সোনাইমুড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্তরা হচ্ছেন একই এলাকার মৃত ইয়াক মোল্লার ছেলে আব্দুল গোফরান ও আবুল কালাম।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগীদের সাথে অভিযুক্তদের দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিভেদ চলে আসছে। ইতিপূর্বে ভুক্তভোগীদের জমিও তারা দখল করেছে। তারই ধারাবাহিকতায় ঘটনার দিন সকালে  গোফরান ও আবুল কালাম অবৈধভাবে জোরপূর্বক গোলাম মোস্তফার মালিকানাধীন পুকুর থেকে মাছ ধরে ও বালু উত্তোলন করে। এতে ভুক্তভোগীর প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়। পরে বালু উত্তোলনের প্রতিবাদ করলে অভিযুক্তরা হত্যার হুমকি দেয়।
বর্তমানে পুকুর দখল নিয়ে হামলা ও দাঙ্গার আশঙ্কা করছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তারা জানমালের নিরাপত্তার জন্য আইনের সহায়তা কামনা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে সোনাইমুড়ী থানার এএসআই  মোঃ ইব্রাহিম ভুইয়া  জানান এ বিষয়ে থানায় অভিযোগ হয়েছে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
error: Content is protected !!