হোম » অপরাধ-দুর্নীতি » বগুড়ায় ছুরিকাঘাতে দুই যুবক হাসপাতালে

বগুড়ায় ছুরিকাঘাতে দুই যুবক হাসপাতালে

এম এ রাশেদ: বগুড়ায় একে অপরের ছুরিকাঘাতে দুই যুবক আহত হয়েছেন।  গত সোমবার (২৭ মার্চ) সন্ধ্যা সোয়া ৬ টার দিকে শহরের নামাজগড় স্বদেশ ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন বগুড়া শহরের গোয়ালগাড়ী এলাকার প্রসাধনী দোকানের কর্মচারী তপন মন্ডলের ছেলে রিংকু মন্ডল (২৬) ও মোটর শ্রমিক ইউনিয়নের কর্মী মোহাম্মদ আলীর ছেলে জাফেল আলী (৩০)। বর্তমানে তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বিষয়গুলো নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী। তিনি জানান, তারা দু’জনে একই এলাকার স্থানীয় বাসীন্দা। স্থানীয় কিছু নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।ইফতারের আগে সন্ধ্যা সোয়া ৬ টার দিকে নামাজগড় এক ক্লিনিকের সামনে তারা একে অপরকে ছুরিকাঘাত করেন।
বর্তমানে তারা শজিমেক হাসপাতালের অপারেশন থিয়েটরে আছেন। ঠিক কোন বিষয়ের তাদের মধ্যে বিরোধ এখনও জানা সম্ভব হয়নি। তাদেরকে হাসপাতালেই আটক দেখানো হবে।।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
 
 
 
     
error: Content is protected !!