বগুড়া প্রতিনিধি: বগুড়ায় এনায়েত ইসলাম (৩০) এক মুদি দোকানিকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। সোমবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের খান্দার পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে।
আহত মুদি দোকানি এনায়েত খান্দার বাজারের এনামুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন৷ এ ঘটনায় পুলিশ এনায়েতের পাশের লন্ড্রি দোকানী ১৬ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে।
বিষয়গুলো নিশ্চিত করেছেন বগুড়া স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) হরিদাস মন্ডল। তিনি জানান, মুদি দোকানি এনায়েতের পাশে ঠনঠনিয়া গোয়ালপাড়া এলাকার জিয়াউল হক সরকার (৪৫) ও তার ১৬ বছর বয়সী কিশোর ছেলে লন্ড্রি ও কাঠের ফার্ণিচারের দোকান করেন।
দীর্ঘদিন যাবত এনায়েতর সাথে পাশের দোকানি বাবা-ছেলের তুচ্ছ বিষয় নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। সোমবার সন্ধ্যায় উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে একপর্যায়ে মারামারি শুরু হয়।
এই সময় বাবা-ছেলে মিলে কাঠের দোকানে থাকা ধারলো অস্ত্র দিয়ে এনামুলের বাম হাতে আঘাত করেন। স্থানীয়রা এনামুলকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করিয়ে দেয়। বর্তমানে তিনি আশংকামুক্ত আছেন।
ইন্সপেক্টর হরিদাস মন্ডল আরও জানান, ঘটনার পরেই অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে আটক করা হয়েছে। অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।।
আরও পড়ুন
বাসাইলে কিশোর গ্যাংয়ের হামলার ঘটনায় গ্রেফতার ১
বগুড়ার ঐতিহ্যবাহী দারিয়ালে চারশ বছরের পুরোনো ঘুড়ির মেলা
জামালপুরে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন সালাউদ্দিন বীর উত্তম সড়কের নামফলক ভেঙ্গে ফেলেছে দর্বৃত্তরা