হোম » অপরাধ-দুর্নীতি » আলফাডাঙ্গায় হত্যা মামলা তুলে নিতে বাদীর স্ত্রীর ওপর হামলা

আলফাডাঙ্গায় হত্যা মামলা তুলে নিতে বাদীর স্ত্রীর ওপর হামলা

আলফাডাঙ্গা প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় হত্যা মামলা তুলে নিতে আসামীদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে বাদীর স্ত্রীর ওপর হামলার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় রোববার রাতে ভুক্তভোগীর স্বামী মো. লিটন খান বাদী হয়ে পাঁচ জনের বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এরআগে রোববার সকালে উপজেলার টগরবন্দ ইউনিয়নের রায়ের পানাইল এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত বছরের ৩০ জানুয়ারী দুপুরে উপজেলার টগরবন্দ ইউনিয়নের রায়ের পানাইল গ্রামে পারিবারিক বিরোধের জের ধরে একই এলাকার লাদেন শেখ, ইব্রাহীম শেখসহ আরও কয়েকজন স্কুল শিক্ষার্থী শাহেদ শেখকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করে। পরে এ ঘটনায় নিহত শাহেদ শেখের ফুফা লিটন খান বাদী হয়ে সাত জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর ওই মামলায় দীর্ঘদিন জেল হাজত খেটে সাতজন আসামীর ছয়জন জামিনে বের হন। জামিনে এসে আসামীরাসহ তাদের পরিবারের সদস্যরা মামলা তুলে নিতে বিভিন্ন সময় বাদীর পরিবারের লোকজনদের হুমকি দিচ্ছিলেন।
একপর্যায়ে রোববার সকালে পূর্ব শত্রুতা ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হত্যা মামলার বাদী লিটন খানের স্ত্রী আসমা বেগমের (৪৫) ওপর অতর্কিত হামলা চালায় আসামীদের পরিবারের লোকজন। হত্যা মামলার আসামী মো. সাহাবুল শেখের ছেলে সুমন শেখ, লাদেন শেখের আপন সহোদর ইমন শেখসহ আরও কয়েকজন আসমা বেগমের ডানহাতে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে মারাত্মক জখম করে। এরপর স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমান আসমা বেগম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এবিষয়ে হত্যা মামলার বাদী মো. লিটন খান বলেন, ‘আমার শ্যালকের ছেলের হত্যা মামলার বাদী হই। আগামী ২০ মার্চ মামলার স্বাক্ষীর দিন ধার্য করেছে আদালত। আমি যাতে আদালতে স্বাক্ষী না দিতে পারি; সেইকারণে আসামীরা বিভিন্নভাবে আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। আমি এই ভয়ে অন্যত্র পালিয়ে বেড়ায়। এই সুযোগে আসামীর পরিবারের লোকজন আমার স্ত্রীর ওপর হামলা চালায়।’
জানতে চাইলে হত্যা মামলার আসামী মো. সাহাবুল শেখ ওরফে কালু বলেন, ‘হামলা তো দূরের কথা; আমরা হত্যা মামলার ভয়ে বাড়িতে থাকি না। বাদী পক্ষের লোকজন আমাদের বাড়িতে এসে আমার স্ত্রী ও ছেলেকে মেরে আহত করেছে। তারা হাসপাতালে ভর্তি আছে।’
এবিষয়ে আলফাডাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক ইউনুছ আলী বিশ্বাস জানান, ‘একটি হত্যা মামলাকে কেন্দ্র করে দীর্ঘদিন দু’টি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। সর্বশেষ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষ বিরোধে লিপ্ত হয়। এ ঘটনায় দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Loading

error: Content is protected !!