হোম » অপরাধ-দুর্নীতি » আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ১৪

আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ১৪

গোলাম রব্বানী দুলাল: বগুড়ার আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় দেলোয়ার হোসেন (৬০) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৪ জন যাত্রী আহত হয়েছে। নিহত দেলোয়ার উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের পাহালোয়ান পাড়া গ্রামের মৃত কায়ছার রহমানের ছেলে। রবিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দুপুরে উপজেলার শিবপুর ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় বগুড়া থেকে নওগাঁর উদ্দেশ্যে ছেড়ে আসা একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতেকরে দেলোয়ার হোসেনসহ ১৫ জন যাত্রী আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এরপর গুরুতর আহত দেলোয়ারকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতে তিনি মারা যান।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, এ ঘটনায় আহতদের মধ্যে দেলোয়ার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Loading

error: Content is protected !!