হোম » অপরাধ-দুর্নীতি » ইজারা বাতিল করে পুকুর প্রদানের দাবিতে মানববন্ধন 

ইজারা বাতিল করে পুকুর প্রদানের দাবিতে মানববন্ধন 

মোঃ সবুজ ইসলাম: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পুকুর পাড়ে বসবাসরত ভূমিহীনদের মাঝে খাস পুকুর সমূহের ইজারা তালিকা বাতিল করে গৃহায়ণ প্রকল্পের আওতাধীন ভূমিহীনদের নামে বরাদ্দের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে মহাসড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানকাদিঘী শাপলা সমবায় সমিতির আয়োজনে এসময বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি ফারুক আহমেদ সরকার, ভূমিহীন নেতা নওসাদ আলী, জাহাঙ্গীর আলম, মজিবর রহমানসহ আরো অনেকে। এসময় রন্ধনদিঘি, মলানিপুকুর গুচ্ছগ্রামের সমবায় সমিতির ২ শতাধিক সদস্যসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধন ও বিক্ষোভ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি  প্রদান করেন জনসংগঠনের নেতৃবৃন্দ।
এপ্রসঙ্গে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, স্মারকলিপি পেয়েছি, উর্ধতন কর্তৃপক্ষের নিকট পাঠাবো এবং বিষয়টি বিবেচনা করা হবে।
error: Content is protected !!