হোম » অপরাধ-দুর্নীতি » জয়পুরহাট শহরের চারলেনের ভূমি অধিগ্রহণে মালিকগণের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ

জয়পুরহাট শহরের চারলেনের ভূমি অধিগ্রহণে মালিকগণের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট জেলা শহরের যানজযট দূর করতে রেলগেইট এলাকা থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তার চারলেন উন্নতি করণ ও প্রশস্তকরণ প্রকল্পের অধিগ্রহণকৃত ভূমি মালিকগণের মাঝে ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়েছে।
শহরের আমতলী এলাকায় ১০ জন  ভূমি মালিকদের মাঝে মোট ৮০ লাখ ৬৩ হাজার টাকার চেক বিতরণ করেন রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরুল্লাহ।
এসময় জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার পারভেজ, জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন উপস্থিত ছিলেন।

Loading

error: Content is protected !!