হোম » অপরাধ-দুর্নীতি » কিশোরগঞ্জে তামাকজাত পণ্যের বিজ্ঞাপন বন্ধে কঠোর টাস্কফোর্স কমিটি

কিশোরগঞ্জে তামাকজাত পণ্যের বিজ্ঞাপন বন্ধে কঠোর টাস্কফোর্স কমিটি

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে তামাকজাত পণ্যের বিজ্ঞাপন প্রচারণা ও পৃষ্টপোষকতা বন্ধে কঠোর অবস্থান নিয়েছে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটি।
আজ শনিবার (২৮ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে যুগ্মসচিব জাকিয়া পারভীন।
আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, টাস্কফোর্স কমিটির সদস্য সচিব সিভিল সার্জন ডা. মো. সাইফুল ইসলাম, এডিএম এটিএম ফরহাদ চৌধুরী, বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. আবদুল ওয়াহাব বাদল। সভার শুরুতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেন ডা. চৌধুরী শাহরিয়ার।
যুগ্ম সচিব জাকিয়া পারভীন বলেন, তামাকজাত দ্রব্যের ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি থেকে আমাদের আগামী প্রজন্মকে রক্ষা করতে হবে। এ লক্ষে জেলা টাস্কফোর্স কমিটির সকল সদস্য আন্তরিকভাবে এবং কঠোর হয়ে কাজ করতে হবে।
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ২০৪০ সালের মধ্যে অবশ্যই আমাদেরকে তামাকমুক্ত দেশ গড়ে তুলতে হবে। তিনি বলেন, কিশোরগঞ্জ শহরের শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে সিগারেট বিক্রি নিষিদ্ধ করা হবে। তামাক কোম্পানিগুলো যেন কোনো অবস্থাতেই স্কুল-কলেজের শিক্ষার্থীদের মার্কেটিংয়ের কাজে নিয়োগ দিতে না পারে সে ব্যাপারে নজর রাখা হবে।
এছাড়া ভ্রাম্যমাণ আদালতে জরিমানার পরিমাণ বাড়ানোর পাশাপাশি শাস্তির প্রতি জোর দেওয়া দিতে হবে।
error: Content is protected !!