হোম » অপরাধ-দুর্নীতি » তিতাসে পূর্ব শত্রুতার জের ধরে হত্যার উদ্দেশ্যে এক যুবককে কুপিয়েছে দুর্বিত্তরা ।।

তিতাসে পূর্ব শত্রুতার জের ধরে হত্যার উদ্দেশ্যে এক যুবককে কুপিয়েছে দুর্বিত্তরা ।।

বাবুল আহমেদ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি, কুমিল্লার তিতাস উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে  আল-আমিন ২২) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন আহত যুবকের পরিবার । ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার রাত আনুমানিক ৭ টার দিকে উপজেলার কলাকান্দি ইউনিয়নের উত্তর মানিক নগর গ্রামের এরশাদ মিয়ার বাড়ির সামনে । খবর পেয়ে আহত যুবকের স্বজনরা ঘটনাস্থল থেকে আল-

আমিনকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন । আহত যুবক আল-আমিন উপজেলার কলাকান্দি ইউনিয়নের কালাচান্দকান্দি গ্রামের শহিদ মিয়ার ছেলে  । পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায় যে, আল-আমিনসহ ৩০/৪০জন যুবক পাশ্ববর্তী মুরাদনগর উপজেলার জাহাপুর বটতলী মাঠ থেকে ফুটবল

খেলা শেষে পিকআপ যোগে বাড়ি ফেরার পথে উপজেলার কলাকান্দি ইউনিয়নের খানেবাড়ি গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসে পৌঁছলে কালাচান্দকান্দি গ্রামের হেলাল,জাহাঙ্গীর গংরা পূর্ব পরিকল্পিতভাবে আগে থেকে ওতপেতে থাকে এবং সংঘবদ্ধ দলটি আল-আমিনের গতিপথ রোধ করে । এ সময় আল-আমিন আত্মরক্ষার জন্য দৌড়ে উত্তর মানিক নগর এরশাদ মিয়ার বাড়িতে পৌঁছলে তারাও পিছু ছুটে এবং ওই খানেই সংঘবদ্ধ দলটি তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়  । দক্ষিণ মানিক নগর গ্রামের মজিবুর রহমান সাংবাদিকদের বলেন,আমরা কাউকে চিনিনা, দেখলাম ২০/৩০ জন ছেলে জাহাপুর বটতলী মাঠ থেকে ফুটবল খেলা

দেখে পিকআপ ভ্যানে করে খানে বাড়ী গোবিন্দপুর স্কুলের সামনে এসে গাড়িটি থামলে গাড়িতে থাকা সবাই নেমে এদিক সেদিক দৌড়ে চলে যায় ।  শুধু একজনকে কয়েকজনে দৌড়াইয়া উত্তর দিকে নিয়ে যেতে দেখলাম । পরে শুনলাম  কালাচান্দকান্দি গ্রামের একজনকে এলোপাতাড়ি কুপিয়ে হাত,পা ভেঙ্গে ফেলছে । আহত আল-আমিনের বাবা শহিদ মিয়া বলেন,আমার  ছেলে আল-আমিন জাহাপুর থেকে ফুটবল খেলা দেখে বাড়ী আসার পথে পূর্ব শত্রুতার ক্ষোভে পরিকল্পিতভাবে আমার ছেলেকে হেলাল ও জাহাঙ্গীর গংরা হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ী কুপিয়েছে । এদিকে হেলাল ঘটনার সাথে জড়িত না অস্বীকার করে সাংবাদিকদের বলেন ঘটনার সময় আমি বাহার

চেয়ারম্যানের সাথে বাতাকান্দি বাজারে ছিলাম । এ ব্যাপারে  তিতাস উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য হাজী নাছির উদ্দিন এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের জানান ঘটানাটি অত্যন্ত নিন্দনীয় । মানুষ আজকাল নির্মম হয়েছে গেছে এবং ঘর থেকে বের হলে মুষ্টিমেয় কিছু দুর্বিত্তদের কারণে মানুষ নিরাপত্তাহীনতায় ভূগছে । এভাবে চলতে থাকলে সমাজে আরোও বিশৃঙ্খলা ও অশান্তি সৃষ্টি হবে তাই স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীকে আরোও তৎপর ও কঠোর হয়ে এসব দুষ্কৃতীদের আইনের আওতায় এনে  আদালতে মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে হবে ।  স্থানীয় যুবলীগ নেতা মো.ইব্রাহিম সরকার বলেন, ঘটনার বিষয়টি শুনেছি ।

পূর্বের শত্রুতার জের ধরেই ঘটনাটি ঘটিয়েছে । যারা ঘটনাটি ঘটিয়েছে জঘন্য অপরাধ করেছে । আমি এই ঘটনার নিন্দা জানাই এবং ন্যায় বিচার আশা করি  । তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, কলাকান্দিতে একজনকে কুপিয়ে আহত করেছে খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং আহত যুবককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছি। এখনও কারো  লিখিত অভিযোগ পাইনি তবে অভিযোগ পেলে দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নিবো ।

error: Content is protected !!