হোম » অপরাধ-দুর্নীতি » বগুড়ার ধুনটে ৫০ বোতল চোলাই মদসহ সিএনজি চালক আটক

বগুড়ার ধুনটে ৫০ বোতল চোলাই মদসহ সিএনজি চালক আটক

এম.এ রাশেদ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে ৫০ বোতল চোলাই বাংলা মদসহ মিজানুর রহমান
নামে এক সিএনজি চালক কে আটক করেছে ধুনট থানা পুলিশ। মঙ্গলবার সকাল ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোলাই মদসহ তাকে আটক করে। সিএনজি চালক মিজানুর রহমান নিজেকে বগুড়া পৌরসভার ১৩ নং ওয়ার্ড বেতগাড়ী এলাকার আহম্মেদ আলীর ছেলে বলে পরিচয় দেয়। থানা সুত্রে জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলার নিমগাছি ইউনিয়নের সোনাটাহা বাজার চারমাথা সিএনজি স্ট্যান্ড
এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ধুনট থানা পুলিশ।

অভিযান চলাকালীন সময়ে ধুনট থানার এসআই প্রদীপ কুমার বর্মন, এসআই আনিস, এসআই আব্দুর রাজ্জাক, এএসআই আব্দুস সালাম সিএনজি তল্লাসী করে। তল্লাশীর এক পর্যায়ে মিজানুর রহমানের সিএনজির ভিতর থেকে ৫’শ মিলি লিটারের ৫০ টি বোতল (৫০ লিটার ) চোলাই জব্দ করে পুলিশ। ধুনট থানার অফিসার ইনচার্জ কৃপা সিন্ধু বালা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ বোতল চোলাই মদসহ এক সিএনজি চালক মিজানুর রহমান কে উপজেলার সোনাহাটা এলাকা থেকে আটক করা হয়েছে। কার কাছ থেকে চোলাই মদ নিয়েছে, কার কাছে নিয়ে যাচ্ছিলো এ সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করলে অনেক তথ্য বেরিয়ে আসতে পারে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বুধবার তাকে আদালতে পাঠানো হবে।

error: Content is protected !!