ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: ঈশ্বরদী পৌর সুপার মার্কেটের নিকটে আয়েশা সিদ্দিকা নামে এক শিক্ষিকার ব্যাগ থেকে অভিনব কায়দায় ১ লাখ ৮৪ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে বোরকা পরিহিত একদল ছিনতাইকারী এই টাকা ছিনিয়ে নিয়েছে।
জানা যায়, ঈশ্বরদী পৌর এলাকার মধ্য অরনখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা সিদ্দিকা বিদ্যালয় সংস্কার কাজের জন্য সোনালী ব্যাংক ঈশ্বরদী বাজার শাখা থেকে ১ লাখ ৮৪ হাজার টাকা উত্তোলন করে যাবার সময় উল্লেখিত স্থানে ৪/৫ জন বোরকা পড়া মহিলা তাকে ঘিরে ধরে এবং নানাধরণের কথাবলার এক পর্যায়ে শিক্ষিকার ভ্যানেটি ব্যাগে থাকা ঐ পরিমান টাকাগুলো নিয়ে পালিয়ে যায়।
বিষয়টি বোঝার পর শিক্ষিকার চিৎকার শুনে লোক জড় হলেও ছিনতাইকারীরা নিরাপদে সটকে পড়তে সক্ষম হয়। প্রকাশ্য দিবালোকে বাজারের মধ্যে এমন দুর্র্ধষ ছিনতাইয়ের ঘটনায় সর্বমহলে আতংকের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য যে কয়েকদিন পূর্বেও এমন ঘটনা ঘটে। ##
আরও পড়ুন
সাতক্ষীরায় সাবেক স্বাস্থ্য মন্ত্রী রুহুল হক ও সাবেক এসপিসহ ১৪১ জনের বিরুদ্ধে পৃথক ৩ টি হত্যা মামলা
সেন্টমার্টিন নৌ-পথে ট্রলারকে লক্ষ্য করে গুলি
নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু