ভোলা প্রতিনিধিঃ ভোলায় ডিবি পুলিশের অভিযানে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ শরীফ (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ । শুক্রবার রাতে সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়ন থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে পশ্চিম ইলিশা ইউনিয়নর সদুরচর ০৯নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ মোস্তফা হাং এর ছেলে ৷
গোয়েন্দা বিভাগের এসআই মাজারুল ইসলাম জানান, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে আমাদের একটি টিম অভিযান পরিচালনা করে সদরের চরসামাইয়া ইউনিয়নের ০১নং ওয়ার্ড থেকে ০১ কেজি ২০০ গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী মোঃ শরীফ (২৬) কে আটক করি ৷ আটককৃত শরীফের নামে মাদক মামলা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন
জামালপুরে ভূমিদস্যুর অত্যাচার থেকে রেহাই পেতে সাংবাদিক সম্মেলন
শ্যামনগর নৌকার প্রার্থী দোলন–কে গণসংবর্ধনা
সিরাজগঞ্জে মহাসড়কে সবজি বোঝাই পিকআপে আগুন