হোম » অপরাধ-দুর্নীতি » কুলিয়ারচরে টিকট কালোবাজারী আটক

কুলিয়ারচরে টিকট কালোবাজারী আটক

এম আর ওয়াসিম ভৈরব: কিশোরগঞ্জের কুলিয়ারচরে অদ্য ০৬/০৫/২৪ ইং সোমবার  আনুমানিক ১২:১৫ ঘটিকার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুলিয়ারচর রেলস্টেশন হতে টিকিট কালোবাজারি মোঃ আরমান(৩৫) কুলিয়ারচর রেলস্টেশনের খালাসী বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ৩৩ টি সিটের ১৯টি টিকেট, ও একটি এন্ড্রয়েড মোবাইল হাতে নাতে গ্রেফতার করা হয়েছে। উক্ত আসামী তার নিজের মোবাইল দিয়ে বিভিন্ন আইডি মাধ্যমে বিভিন্ন গন্তব্যে ট্রেনের টিকিট ক্রয় করে  উচ্চ মূল্যের টিকিট কালোবাজারি করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা  প্রক্রিয়াধীন।

Loading

error: Content is protected !!