হোম » সারাদেশ » দোহাজারী পৌরসভায় ১’শ ৩০ কোটি টাকায় নির্মিত হচ্ছে চৌকিদার ফাঁড়ি ব্রিজ 

দোহাজারী পৌরসভায় ১’শ ৩০ কোটি টাকায় নির্মিত হচ্ছে চৌকিদার ফাঁড়ি ব্রিজ 

মো.শহীদুল ইসলাম, চন্দনাইশ প্রতিনিধি : চট্টগ্রামের চন্দনাইশ সাতকানিয়ার একাংশের মানুষের দাবির প্রেক্ষিতে সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী দোহাজারী পৌরসভার চৌকিদার ফাঁড়ি-নয়াহাট ব্রিজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন। প্রকল্পটি বাস্তবায়নের লক্ষে প্রকল্প পরিচালক প্রকৌশলী এবাদত আলী গত ২৩ ডিসেম্বরসহ ৪ বার প্রকল্প এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি বলেছেন, ব্রিজটি নিমার্ণের জন্য ইতিপূর্বে ৩’শ কোটি টাকা প্রকল্প দেয়া হয়েছিল। ২০১৮ সালে প্রথম প্রকল্প পরিদর্শনে এসেছিলেন। পানি উন্নয়ন বোর্ডের পরামর্শ মোতাবেক ডিজাইন করতে গিয়ে ৩’শ কোটি টাকার উর্ধ্বে ব্যয় ধরা হয়। পরবর্তীতে তাদের সাথে আলোচনা সাপেক্ষে ব্রিজের উচ্চতা কমিয়ে ডিজাইন পরিবর্তন করার কারণে ১’শ কোটি টাকায় ৪’শ মিটার ব্রিজটি নিমার্ণ করা হচ্ছে। পাশাপাশি উভয় পাশে এপ্রোচ সড়ক নিমার্ণ ও ভূমি অধিগ্রহণে ৩০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।

ফলে প্রায় ১’শ ৭০ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আগামী অর্থ বছর তথা ২০২৪ সালের জুন মাসের পর ব্রিজটি নিমার্ণের জন্য প্রদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি জানান। ব্রিজের উভয় পাশে ১৮ ফুট প্রস্থ সড়ক নিমার্ণ করার পাশাপাশি দোহাজারী সদর হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অনায়াসে যানবাহন চলাচলের সুবিধার জন্য বাইপাস সড়ক নিমার্ণের উপর গুরুত্বারোপ করেন তিনি।

এ ব্যাপারে আগামী ১৫ দিনের মধ্যে স্থানীয় দোহাজারী পৌরসভার মেয়র লোকমান হাকিমকে বাইপাস সড়কের প্রকল্প প্রেরণের জন্য অনুরোধ জানান। প্রকল্পের সাথে বাইপাস সড়কের ডিজাইন রাখা হবে বলে তিনি জানান। সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী’র ঐকান্তিক প্রচেষ্টায় প্রকল্পটি বাস্তবায়নে ব্যাপক ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দোহাজারী পৌরসভার মেয়র মো. লোকমান হাকিম, উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী, উপ-সহকারী প্রকৌশলী আবুল কালাম, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, প্যানেল মেয়র কাউন্সিলর মাষ্টার নাজিম উদ্দিন, কৃষকলীগ নেতা নবাব আলী, সাংবাদিক মাঈন উদ্দিন, নুর মোহাম্মদ, নেজাম উদ্দিন প্রমুখ।

Loading

error: Content is protected !!