হোম » সারাদেশ » সৈকতপাড়ে বালিচাপা দেয়া যুবকের মরদেহ উদ্ধার

সৈকতপাড়ে বালিচাপা দেয়া যুবকের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের সমুদ্র সৈকত পাড়ে বালি চাপা দেয়া অর্ধগলিত একটি অজ্ঞাত পরিচয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নাম-পরিচয় পাওয়া না গেলেও বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ হতে পারে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের সমুদ্র সৈকতের ঝাউবাগানের ভেতর থেকে বালি চাপা অবস্থায় অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক মশিউর রহমান।
তিনি জানান, শুক্রবার দুপুরের দিকে স্থানীয় জেলেরা ঝাউবাগানের ভিতর দিয়ে সাগরে মাছ শিকার করতে যাওয়ার সময় বালি চাপা অবস্থায় একটি মরদেহের পা দেখতে পায়। তারা সঙ্গে সঙ্গে বিষয়টি স্থানীয় পুলিশকে জানায়। খবর পেয়ে বাহারছড়া পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশ পরিদর্শক মশিউর রহমান।

Loading

error: Content is protected !!