হোম » সারাদেশ » বিজ্ঞানীদের খোঁজে বাইউস্ট তড়িৎ প্রৌকশল বিভাগ

বিজ্ঞানীদের খোঁজে বাইউস্ট তড়িৎ প্রৌকশল বিভাগ

কুবি প্রতিনিধি: বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লা-এর তড়িৎ প্রৌকশল বিভাগের উদ্যোগে দুইদিন ব্যাপি বাইউস্ট ইইই ডে -২০২৩ অনুষ্ঠিত হয়।

গত ৮ এবং ৯-ই ডিসেম্বর আটটি প্রতিযোগিতা নিয়ে এই ইইই ডে অনুষ্ঠিত হয়েছিলো। উক্ত অনুষ্ঠানের প্রধান আকর্ষন ছিলো প্রজেক্ট শো-কেজিং। প্রজেক্ট শো-কেজিং এ প্রায় ১৫ টি বিশ্ববিদ্যালয় সহ আরো প্রায় ১২ টি স্কুল কলেজের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেছিলো।

উক্ত প্রতিযোগিতার প্রধান বিষয় ছিলো কীভাবে শিক্ষাকে প্রযুক্তির মাধ্যমে তুলে ধরা যায়? মুখস্তবিদ্যাকে বাস্তব রূপ দেওয়াই ছিলো উক্ত অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।

উক্ত প্রতিযোগিতায় স্কুল লেভেলে প্রথম হয়েছে Team Titans, সেকেন্ড হয়েছে Team infrared, থার্ড হয়েছে Astroboys. কলেজে লেভেলে প্রথম হয়েছে Team Md.Billal hossain, সেকেন্ড হয়েছে Team victorians,  থার্ড হয়েছেন Team Titaniam XI. বিশ্ববিদ্যালয় লেভেলে প্রথম হয়েছে Team spark, সেকেন্ড হয়েছে Team Doppler shift, থার্ড হয়েছে Team Aquila.

অনুষ্ঠান শেষে বিজয়ীদের পুরস্কারসরূপ সার্টিফিকেট, ক্রেস্ট এবং প্রাইজ মানি দেওয়া হয়।

Loading

error: Content is protected !!