হোম » সারাদেশ » আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জেলা বিএনপির মানববন্ধন

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জেলা বিএনপির মানববন্ধন

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় শহরের ইবি রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রোমানা মাহমুদের সভাপতিত্বে এ কমসূচি শুরু করেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এদিকে, কর্মসূচিকে ঘিরে ভাসানী মিলনায়তনের সামনে কঠোর নিরাপত্তাবলয় গড়ে তুলেছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকাল থেকেই ইবি রোডস্থ এলাকার এর আশপাশে সতর্কাবস্থানে থাকতে দেখা গেছে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীকে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম, বিএনপি নেতা এ্যাডঃ রফিক সরকার, সদর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হাসি খাতুন সহ বিএনপির নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গ, দলীয় সাবেক প্রধানমন্ত্রী দলের প্রধান খালেদা জিয়াসহ নেতা-কর্মীদের মুক্তি, সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে দীর্ঘদিন ধরে সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে বিএনপি। এরই অংশ হিসেবে গত ২৮ অক্টোবর ঢাকায় সমাবেশ ডাকে দলটি। কিন্তু সহিংসতার কারণে সেই সমাবেশ পণ্ড হয়ে গেলে পরদিন ২৯ অক্টোবর তারা হরতাল ডাকে। এরপর দফায় দফায় অবরোধ ও হরতাল কর্মসূচি দেওয়া হতে থাকে। এভাবে ১০ দফায় ২০ দিন অবরোধ এবং তিন দফায় চার দিন হরতাল কর্মসূচি পালন করে বিএনপি। সবশেষ দফায় গত বৃহস্পতিবার হরতাল শেষ হলে আজ রোববার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করে।

error: Content is protected !!