হোম » সারাদেশ » নাতীকে বাঁচাতে গিয়ে পা বিচ্ছিন্ন হলো দাদার

নাতীকে বাঁচাতে গিয়ে পা বিচ্ছিন্ন হলো দাদার

গোলাম রব্বানী দুলাল,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন স্টেশনে ট্রেনে কাটা পড়ে এ কে এম মোঃ রফিকুল ইসলাম (৬০) নামের এক বৃদ্ধা আহত হয়েছে। আদরের নাতিকে বাঁচাতে গিয়ে তার দুই পা গুরুতর জখম হয়েছে। এ ঘটনায় তার ছেলেও আহত হয়েছে। গুরুতর আহত রফিকুল ইসলাম মাদারীপুর জেলার বিলাইবাড়ী এলাকার মৃত জহুরল ইসলামের ছেলে।

বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনে এই দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সান্তাহার জংশন স্টেশনের ২নং প্লাটফর্মে ট্রেনের জন্য অপেক্ষা করছিল রফিকুল ইসলামসহ তার পরিবার। প্লাটফর্মে তার নাতী খেলার ছলে দৌঁড় ঝাপ করছিল। অসাবধানতার কারণে হঠাৎ করে প্লাটফর্ম থেকে নিচে রেললাইনের উপর পরে যায় ছোট্ট নাতি।

এ সময় তার দাদা তাকে উঠানোর জন্য রেললাইনে নামলে নাতীকে উঠাতে পারলেও সে উঠতে পারে না। এর মধ্যে ট্রেনও চলে আসে। আর সেই ট্রেনে কাটা পড়ে তার দুটি পা বিছিন্ন হয়। তৎক্ষনাত পুলিশ ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে আহত দাদার।

সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেনে বলেন, আহত ঐ বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

error: Content is protected !!