হোম » সারাদেশ » ৫০ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া পুরস্কার প্রদান অনুষ্ঠান

৫০ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া পুরস্কার প্রদান অনুষ্ঠান

এম হিরন প্রধান : বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর ৫০ তম ফাইনাল খেলার পুরস্কার বিতরণ।

৬ ডিসেম্বর রাজধানীর তেজগাঁও সরকারি স্কুল মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন ঢাকা জেলা শিক্ষা অফিসার আব্দুল মজিদ।

গুলশান শিক্ষা থানা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেজগাঁও সরকারি স্কুলের প্রধান শিক্ষক শাহরীন খান রুপা।

সাঁতার, কাবাডি, ফুটবল ও ক্রিকেট প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এতে একাধিক পুরুষ্কার পান হলিক্রস স্কুল এন্ড কলেজে, মহাখালী মডেল হাই স্কুল, বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজ, বনানী মডেল স্কুল, তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, মহাখালী আলীম মাদ্রাসা, বটমলি হোম গার্লস হাই স্কুলে ছাত্র-ছাত্রীরা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির ছিলেন, গুলশান থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অমিদুর রহমান।

মহাখালী টি এন্ড টি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম ছিদ্দিকী। নাখালপাড়া হোসেন আলী হাই স্কুলের প্রধান শিক্ষক জব্বার হাওলাদার। মহাখালী মডেল হাই স্কুলের পরিচালনা কমিটির সদস্য আবুল মোতালিব মাহমুদ হিরন প্রধান। সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, একাডেমিক সুপারভাইজার প্রমুখ।

error: Content is protected !!