গাইবান্ধা প্রতিনিধি : স্বপ্ন সাধনা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকীতে গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গাইবান্ধা পাবলিক লাইব্রেরী হলরুম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
স্বপ্ন সাধনা’র সভাপতি শাহজাহান সিরাজ এর সভাপতিত্বে ২৭ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য দৈনিক ঘাঘট পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আব্দুস সামাদ সরকার বাবু কে এবং কবিতায় বিশেষ অবদানের জন্য কবি সোহেল রানাকে এই সম্মাননা প্রদান করা হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ খলিলুর রহমান, প্রেস ক্লাব গাইবান্ধার সভাপতি মোঃ খালেদ হোসেন, খোলাহাটি ইউনিয়নের চেয়ারম্যান মাসুম হক্কানী, কঞ্চিপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ এ.টি.এম. রাশেদুজ্জামান রোকন, সম্মিলিত সাংস্কৃতিক জোট গাইবান্ধার সাবেক সভাপতি আলমগীর কবির বাদল, সাধারণ সম্পাদক আব্দুর রউফ মিয়াসহ আরো অনেকে।
আলোচনা ও সম্মাননা প্রদান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী আব্দুল আজিজ, মাসুদ মেহেদী, লামিয়া দিবা ও কবিতা আবৃত্তি করেন শাহনাজ আমিন মুন্নি, সোহেল রানা, মোঃ খালেকুজ্জামান।
আরও পড়ুন
কক্সবাজারে লোকালয়ে খাদ্যের সন্ধানে হাতির দল
ভৈরবে নানা অনিয়মের অভিযোগে সরকারী নিবন্ধনবিহীন সূর্য মাদকাক্ত নিরাময় কেন্দ্র কে সিলগালা
শেরপুরে নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা ও প্রশিক্ষণ ভাতা বিতরণ