হোম » সারাদেশ » অর্থ আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান বহিষ্কার

অর্থ আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান বহিষ্কার

মিজানুর রহমানঃ লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কৃষ্ণ কান্ত রায়কে অর্থ আত্মসাতের অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) প্যানেল চেয়ারম্যান শামসুল হককে চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে চিঠি ইস্যু করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জি. আর. সারোয়ার।
এর আগে বুধবার স্থানীয় এলজিআরডি মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারি সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত একটি চিঠিতে অর্থআত্মসাতের বিষয়টি প্রমাণিত বলে উল্লেখ করা হয়।
চিঠিতে আরও বলা হয়, কৃষ্ণ কান্ত রায় উপকারভোগীদের ৩ লাখ ২ হাজার ২৮০ টাকা বিতরণ না করে নিজের হাতে রেখেছেন। তদন্তে যার প্রমাণ মিলেছে। চেয়ারম্যান কৃষ্ণ কান্ত রায়কে স্থায়ী বরখাস্ত কেন করা হবে না- আগামী ১০ কর্মদিবসের মধ্যে এর জবাব জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে দিতে বলা হয়েছে।
আদিতমারীর ইউএনও জি. আর. সারোয়ার জানান, মন্ত্রণালয় থেকে চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়। তাই বৃহস্পতিবার প্যানেল চেয়ারম্যান শামসুল হককে দায়িত্ব দিয়ে চিঠি ইস্যু করা হয়েছে।

Loading

error: Content is protected !!