হোম » সারাদেশ » ভৈরবে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

ভৈরবে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

এম আর ওয়াসিম, ভৈরব কিশোরগঞ্জ) প্রতিনিধি: আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরবে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে।
আজ রোববার সকালে নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার আয়োজনে এ দিবসটি পালন করা হয়। দিবসটির উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে বেলুন উড়িয়ে এ কর্মসূচির উদ্ধোধন করেন কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি  বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. জিল্লুর রহমান ও ভৈরব উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ।
পরে বঙ্গবন্ধু হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে জাতীয় নিরাপদ সড়ক দিবসে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের
মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

Loading

error: Content is protected !!