হোম » সারাদেশ » সরিষাবাড়ীতে ফিলিস্তিনিদের সমর্থনে প্রতিবাদে মুসলিম তাওহীদি জনতার সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সরিষাবাড়ীতে ফিলিস্তিনিদের সমর্থনে প্রতিবাদে মুসলিম তাওহীদি জনতার সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরে সরিষাবাড়ীতে অবৈধ দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে এবং মসজিদে আকসা পুনরুদ্ধার ও নির্যাতিত ফিলিস্তিনি জনগনের সমর্থনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ অক্টোবর) সকালে উপজেলার সর্বস্তরের মুসলিম তাওহীদি জনতার আয়োজনে উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র প্রাঙ্গণে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, মুফতি নাজমুল হুদা ফয়েজী, মুফতি মাহবুবুর রহমান, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা তোফাজ্জল হক, মাওলানা আঃ রাজ্জাক, মাওলানা আইয়ুব আলী আঙ্কারী, মুফতি মোখলেছুর রহমান, মাওলানা আবু বকর সিদ্দিকী, পৌর আওয়ামীলীগের সহসভাপতি মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ, উপজেলা যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম প্রমুখ।

সমাবেশে শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় বাস টার্মিনালে শেষ হয়।

সমাবেশ ও বিক্ষোভ মিছিলে এলাকার হাফিজিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীগণ, উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিন,
রাজনৈতিক নেতাকর্মীসহ সর্বস্তরের পেশাজীবী মুসল্লিরা অংশ নেন।

Loading

error: Content is protected !!