হোম » সারাদেশ » কুবিতে মনস্তাত্ত্বিক সক্ষমতা উন্নয়ন বিষয়ক কর্মশালা

কুবিতে মনস্তাত্ত্বিক সক্ষমতা উন্নয়ন বিষয়ক কর্মশালা

কুবি প্রতিনিধি:  কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) প্রত্নতত্ত্ব বিভাগের দশ বছর পূর্তি’র উপলক্ষ্যে প্রথমবারের মতো বিভাগটির সহযোগী সংগঠন ‘আর্ট এন্ড হেরিটেজ সোসাইটি’ এবং ‘ইবোল্ভ ফাউন্ডেশন’ এর যৌথ উদ্যোগে ‘হোয়াট ইট টেক টু উইন (পিক পারফরমেন্স ট্রেনিং) শিরোনামে মনস্তাত্ত্বিক সক্ষমতা উন্নয়ন বিষয়ক এক কর্মশালার আয়োজন করা হয়েছে।

বুধবার (১১ই অক্টোবর) সকাল সাড়ে 10টায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের হলরুমে প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দীন সৌরভ এর সভাপতিত্বে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালার স্পিকার ও পিক পারফরমেন্স কোচ আলি খান বলেন, ‘আমাদের মহান সৃষ্টিকর্তা বলেছেন তিনি কখনোই কারও ভাগ্য পরিবর্তন করে না, যতক্ষণ না পর্যন্ত সে নিজে আগে পরিবর্তন হয়। তাই ভুলে যাও তুমি পারবে না, তোমাকে পারতেই হবে এমন মনোভাব তৈরি করো। আর কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানোর মানসিক শক্তি সঞ্চয় করার পাশাপাশি বিভিন্ন দক্ষতা অর্জন করতে হবে। তবেই তুমি সফল হবে।’

তিনি আরও বলেন, ‘উদাহরণ হিসেবে আমরা স্যার রজার গিলবার্ট ব্যানিস্টার- এর কথা বলতে পারি, তিনি প্রথম ১৫০০ মিটার দৌড়ে ৩ মিনিট ৫৯.৪ সেকেন্ডে বিশ্ব রেকর্ড করেন। যা এর আগে কেউই কল্পনায় করতে পারেন নি যে এটা সম্ভব। কিন্ত তিনি প্রমাণ করে দেখিয়েছেন। তাই তুমিও চিন্তা করো না যে এই পৃথিবীতে সবকিছু আবিষ্কার করা শেষ! এখনও অনেক কিছু আবিষ্কার করা বাকি। তার জন্য দরকার তোমাদের মনোবল ধরে রাখা।’

এছাড়াও উক্ত কর্মশালায় তিনি মনস্তাত্ত্বিক সক্ষমতা উন্নয়নের উপর বিভিন্ন পদ্ধতি ও মানসিক দৃঢ়তা বৃদ্ধিতে শিক্ষার্থীদের প্রেরণমূলক বক্তব্য প্রদান করেন।

কর্মশালায় উপস্থিত ছিলেন, প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধরী, সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাছান খান, সহকারী অধ্যাপক মোহাম্মদ মশিউর রহমান, সহকারী অধ্যাপক মোতাসিম বিল্লাহ, সহকারী অধ্যাপক রেজওয়ানা আফরিন রূম্পাসহ প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থীবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ৷

উল্লেখ্য, পিক পারফরমেন্স কোচ আলি খান আমেরিকার লাইফ কোচ কতৃক স্বীকৃত একজন লিডারশীপ ট্রেনার। এর আগে তিনি একজন টেনিস খেলোয়াড় ছিলেন।  এছাড়া তিনি বিকেএসপি সহ বিভিন্ন আন্তর্জাতিক টেনিস ক্লাবের কোচ হিসেবেও নিয়োজিত ছিলেন।

error: Content is protected !!