হোম » সারাদেশ » বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শেরপুর প্রেসক্লাবের নয়া কর্মকর্তাদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ 

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শেরপুর প্রেসক্লাবের নয়া কর্মকর্তাদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ 

শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরে জেলা কালেক্টরেট ভবন অঙ্গনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন শেরপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের নয়া কর্মকর্তারা। ৬ জুলাই বৃহস্পতিবার সকালে প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম আধার ও সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জলের নেতৃত্বে তারা ওই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের নবনির্বাচিত সহ-সভাপতি আসাদুজ্জামান মোরাদ, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক দত্ত ও রেদওয়ানুল হক আবির, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, সহ-সাংগঠনিক সম্পাদক নূর ই আলম চঞ্চল, কোষাধ্যক্ষ রওশন কবীর আলমগীর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আল আমিন আলিম, সাহিত্য ও পাঠাগার সম্পাদক কাজী মাসুম, প্রচার সম্পাদক তপু সরকার হারুণ, নির্বাহী সদস্য এমএ হাকাম হীরা ও মহিউদ্দিন সোহেল।

Loading

error: Content is protected !!