হোম » সারাদেশ » পথচারীদের পানীয় বিতরণ করালেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ

পথচারীদের পানীয় বিতরণ করালেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ

মো:তারিকুর রহমান: চুয়াডাঙ্গা জেলা পুলিশের এসপি আব্দুল্লাহ্ আল-মামুন, চুয়াডাঙ্গা ০৬.০৬.২০২৩  সকাল ১১:৩০ ঘটিকায় শহীদ হাসান চত্বরে তীব্র গরমে অতিষ্ঠ পথচারী সর্বসাধারণকে কিছুটা স্বস্তি দিতে লেবুর শরবত পানের ব্যবস্থা করান। এসময় পুলিশ সুপার তীব্র গরমে সুস্থ থাকতে নিয়মিতভাবে প্রচুর পানি, খাবার স্যালাইন ও লেবুর শরবত পান করার পরামর্শ দেন। জেলা পুলিশের আয়োজনে তীব্র তাপদাহে লেবুর শরবত, খাবার স্যালাইন ও বোতলজাত বিশুদ্ধ খাবার পানির এ ব্যবস্থা চলমান থাকবে।
উল্লেখ্য, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায় কর্কটক্রান্তি রেখা অতিক্রম এবং ভূপ্রকৃতিসহ ৬টি কারণে গরমের তীব্রতা বেশি। ভৌগলিকভাবে এখানে গ্রীষ্মে যেমন তীব্র গরম আর শতেমনি প্রচণ্ড ঠান্ডা অনুভূত হয়।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মাহব্বুর রহমান, চুয়াডাঙ্গার ডি আই ও -১,ডিএসবি মোঃ আলমগীর কবির,চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা টিআই ( প্রশাসন)অফিসার্স ইনচার্জ মোহাম্মদ আবদুল আলীম,চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স।
error: Content is protected !!