হোম » সারাদেশ » ডোমার পৌরসভার সকল স্তরের জনসাধারণদের নিয়ে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ডোমার পৌরসভার সকল স্তরের জনসাধারণদের নিয়ে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত 

মো: রিমন চৌধুরী: দুই লক্ষ টাকা চাঁদা না দেয়ায় ডোমার পৌরসভার টোল তোলা নিয়ে সাধারণ অটো ভ্যান চালকদের সাথে নিয়ে আন্দোলন করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর ডোমারের সাধারণ সম্পাদক গোলাম আইয়ুব কুদ্দুস এবং  আসাদুজ্জামান বাবলা নামের কথিত দুজন সমাজসেবক। ডোমার পৌরসভার সকল স্তরের জনসাধারণদের নিয়ে এক মতবিনিময় ও আলোচনা সভায় এসব কথা বলেন পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু।

রবিবার (০৪ জুন) রাতে ডোমার বাটার মোড় রুবেল চত্বরে ডোমার পৌরসভার আয়োজনে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু।

এ সময় পৌর ০৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান তুলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্যানেল মেয়র সেলিম রেজা, ডোমার প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান চয়ন, বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, ০৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আখতারুজ্জামান সুমন, ০৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ারুল হক, ০৫ নং ওয়ার্ডের কাউন্সিলর ওহিদুল ইসলাম, পৌরসভার ইজারাদার রফিকুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, কথিত সমাজসেবক আইয়ুব এবং বাবলা নিজেদের ফায়দা হাসিলের জন্য সাধারণ রিকশা ভ্যানচালকদের ব্যবহার করছে। পৌরসভার কর আদায় করা কোনো আইন বহির্ভূত কাজ নয়। তারা পৌরসভার উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করতে অপপ্রচার চালাচ্ছে। তাদের বিরুদ্ধে অতিসত্বর আইনি পদক্ষেপ নেবে ডোমার পৌর প্রশাসন।

উল্লেখ্য, ডোমার পৌরসভা এলাকাকে টোলমুক্ত করার দাবিতে ডোমারে সব ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছেন রিকশা-ভ্যান ও অটো চালকেরা। শনিবার (০৩ জুন) সকালে ডোমার রেলগেটে এই অবরোধ কর্মসূচি শুরু করেন তাঁরা। দাবী আদায় না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা। উক্ত কর্মসূচীর নেতৃত্ব দেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর নেতা গোলাম কুদ্দুস আইয়ুব, সমাজসেবক নুরুজ্জামান বাবলা।

Loading

error: Content is protected !!