হোম » সারাদেশ » দাগনভূঞায় সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার’র পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা 

দাগনভূঞায় সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার’র পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা 

দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞা উপজেলা অফিসার্স ক্লাব ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির যৌথ আয়োজনে উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইসমাইল এর পদোন্নতি জনিত বদলি বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এ সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মহিউদ্দিন মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আজিজুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামাল উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইফতেখার উদ্দিন চৌধুরী, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক (সিনিয়র) কুলছুম আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের একাডেমিক সুপার ভাইজার মোঃ মিজানুর রহমান, ইউডিএফ মোঃ ইসমাইল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম কিবরিয়া আজাদ, সাধারণ সম্পাদক আবদুল আউয়াল স্বপন, দুধমুখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তাজ উদ্দিন, সুজাতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, রামনগর খাজা মাঈন উদ্দিন চিশতি (র.) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খিজির আহমেদ পলাশ ও দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত আবদুল্লাহ আল মামুন প্রমুখ। এসময় বিদায়ী এ অফিসারকে সম্মাননা স্বারক ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা এবং বিভিন্ন শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোস্তাক আহমেদ।  বিদায়ী সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল মাধ্যমিক  শিক্ষা কর্মকর্তা হিসেবে কক্সবাজার সদর উপজেলায় যোগদান করবেন। এ সময় বক্তারা শিক্ষা কর্মকর্তা’র সাফল্য কামনা করেন।
উল্লেখ্য মোঃ ইসমাইল গত ২০১৮ সালের ১১ নভেম্বর দাগনভূঞা উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেন।

Loading

error: Content is protected !!