হোম » সারাদেশ » কিশোরগন্ঞ্জে ঝড়ে ভবন ধস: উদ্ধার এক

কিশোরগন্ঞ্জে ঝড়ে ভবন ধস: উদ্ধার এক

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে কালবৈশাখী ঝড়ের কবলে ভবন ধসে নিচে আটকে পড়া একজনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
বুধবার (১০ মে) বিকেলে কিশোরগঞ্জ জেলা শহরের গাইটাল এলাকায় এ ঘটনা ঘটে।ভবন ধসে আটকা পড়া কামাল খান (৫০) পার্শ্ববর্তী নেত্রকোনা সদরের দাড়িয়া এলাকার সিরাজ খানের ছেলে।
জানা গেছে, বুধবার (১০ মে) বিকেল সোয়া ৫টার দিকে ঝড়ে কিশোরগঞ্জ জেলা শহরের গাইটাল এলাকার একটি সিএনজি স্টেশনের ভবন ধসে পড়ে।এতে ভবনের নিচে আটকা পড়েন কামাল খান নামে এক ব্যক্তি।
ঘটনার খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে গিয়ে ১২ মিনিট উদ্ধার অভিযান পরিচালনা করে ওই ব্যক্তিকে উদ্ধার করে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো.আবুজর গিফারী এ বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার অভিযানে ১২ মিনিট কাজ করার পর ভবনের নিচে আটকে পড়া কামাল খান নামে এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।পরে তাকে চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
error: Content is protected !!