হোম » সারাদেশ » কুড়িগ্রামের রৌমারীতে আন্তর্জাতিক মে দিবস পালিত 

কুড়িগ্রামের রৌমারীতে আন্তর্জাতিক মে দিবস পালিত 

কুড়িগ্রাম প্রতিনিধি: ‘দুনিয়ার মজদুর, এক হও’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রৌমারী উপজেলায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। কর্মসূীর মধ্যে ছিল পতাকা উত্তোলন, র‍্যালি ও আলোচনা সভা। 
অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির আয়োজনে অস্থীয় কার্যালয়ে চত্বরে  গতকাল সোমবার সকাল ১০ টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন শেষে একটি র‍্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন এলাকা্ প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির সভাপতি নুরুল আজম বাবুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদা আকতার স্মৃতি ও মোজাফ্ফর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হোরায়রা, সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, বন্দবেড় ইউনিয়ন আওয়মী যুবলীগ সভাপতি সামছুদ্দোহা, অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির সকল সদস্যবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন কার্যকরি পরিচালনা সভাপতি ওমর ফারুক ইসা। এছাড়াও একই ভাবে টেংলড়ি শ্রমিক সংগঠন, রিক্সা-ভেন, ইমারত ও মটর শ্রমিক ইউনিয়ন উক্ত দিবস পালন করেন।

Loading

error: Content is protected !!