হোম » সারাদেশ » বদলগাছীতে ৪র্থ পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ভূমিসহ গৃহ হস্তান্তর অনুষ্ঠিত

বদলগাছীতে ৪র্থ পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ভূমিসহ গৃহ হস্তান্তর অনুষ্ঠিত

বদলগাছী প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে মুজিব শতবর্ষে ভূমিহীন ও গৃহহীন “ক” শ্রেণীর পরিবার পূনর্বাসনের লক্ষ্যে ৪র্থ পর্যায়ের নির্মিত নির্ধারিত গৃহসমূহ উপকারভোগী পরিবারের নিকট ২ শতক জমির কাগজপত্র সহ ঘরের চাবি হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন।

“ভূমিহীনদের অধিকার, প্রধানমন্ত্রীর উপহার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২২ মার্চ বুধবার সকাল ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জমিসহ নির্মিত গৃহ হস্তান্তর উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু খালেদ বুলু, এমপির প্রতিনিধি ও যুগ্ম সম্পাদক আব্দুস সালাম মন্ডল, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা জবির উদ্দিন, উপজেলা প্রকৌশলী মোখলেসুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল ইসলাম প্রমুখ।

এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগী গণ উপস্থিত ছিলেন। সকাল সাড়ে
১০ টায় মাননীয় প্রধানমন্ত্রী অনানুষ্ঠানিক ভাবে জমিসহ ঘরের চাবি হস্তান্তরের পর স্থানীয়ভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০০ টি পরিবারের মধ্যে নির্মিত ৬৬ টি পরিবারের নিকট জমিসহ গৃহের চাবি হস্তান্তর করা হয়।

error: Content is protected !!