হোম » সারাদেশ » বোরহানউদ্দিনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

বোরহানউদ্দিনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

জেএম.মমিন: ভোলার বোরহানউদ্দিনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) সকালে  নির্বাহী কর্মকর্তার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ভোলা -২  আসনের সংসদ সদস্য ও আইনশৃঙ্খলা কমিটির মুখ্য উপদেষ্টা  আলী আজম মুকুল ।
উপজেলা নির্বাহী অফিসার  নওরীন হক’র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান  আবুল কালাম আজাদ, সহকারী কমিশনার ভূমি  মুন্নী ইসলাম, উপজেলা আ’লীগ সভাপতি জসিম উদ্দিন হায়দার, কৃষি অফিসার এইচএম শামীম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিরুপম সরকার সোহাগ,উপজেলা প্রকৌশলী মাইদুল ইসলাম, অফিসার ইনচার্জ মনির হোসেন, মুক্তিযোদ্ধা জুলফিকার আলী সহ  বিভিন্ন দপ্তর প্রধানগন।
সভায় মাদকদ্রব্য বিক্রয় ও সেবন, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্য বিবাহ, যৌতুক, ইভটিজিং,পবিত্র রমজানকে সামনে রেখে বাজারমূল্য নিয়ন্ত্রণ, মনিটরিং, মৎস্য অভিযান জোড়দার  ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এরপরে নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে  উপজেলা পরিষদের মাসিক সভা ও মহান একুশে ফেব্রুয়ারি উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

Loading

error: Content is protected !!