হোম » সারাদেশ » সেচ পাম্প কতক্ষণ চালু রাখা যাবে জানাল বিদ্যুৎ বিভাগ

সেচ পাম্প কতক্ষণ চালু রাখা যাবে জানাল বিদ্যুৎ বিভাগ

আওয়াজ অনলাইন: আসন্ন সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে গ্রাহকদের নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ বিভাগ। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত এক যুগে বিদ্যুৎ খাতে সাফল্য অর্জিত হয়েছে। তবে চাহিদার তুলনায় পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন থাকা সত্ত্বেও বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে বাংলাদেশকে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। আসন্ন সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে কয়েকটি নির্দেশনা প্রদান করা হচ্ছে। সেগুলো হলো-

১. রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত সেচ পাম্প চালু রাখা।

২. দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে হকিং বা অবৈধ বিদ্যুৎ সংযোগ থেকে বিরত থাকা।

৩. নিম্নহারে বিদ্যুৎ বিল সুবিধা প্রাপ্তির লক্ষ্যে দোকান, শপিং মল, পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনে অতিরিক্ত বাতি ব্যবহারে বিরত থাকা।

৪. বেআইনিভাবে ইজিবাইক ও মোটরচালিত রিকশার ব্যাটারি চার্জ থেকে বিরত থাকা।

৫. সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতের লক্ষ্যে ওয়েট অ্যান্ড ড্রাই পদ্ধতিতে সেচ কাজ সম্পাদন করা।

Loading

error: Content is protected !!