হোম » সারাদেশ » ঢাকার বায়ু আজ ‘অস্বাস্থ্যকর’, অবস্থান চতুর্থ

ঢাকার বায়ু আজ ‘অস্বাস্থ্যকর’, অবস্থান চতুর্থ

আওয়াজ অনলাইন: ঢাকার বায়ু আজও ‘অস্বাস্থ্যকর’। তবে রাজধানীর বায়ুর মান রোববার (১২ ফেব্রুয়ারি) ‘বিপজ্জনক’ স্তরে নেই। আইকিউ এয়ারের তালিকায় এদিন সকাল সাড়ে ১০টায় ঢাকার অবস্থান চতুর্থ। বায়ু মানের স্কোর ১৭৫।

এর আগে টানা তিনদিন বায়ুদূষণে শীর্ষে ছিল ঢাকা। শনিবার (১১ ফেব্রুয়ারি) আগের দুদিনের চেয়েও অবস্থার অবনতি হয়। ওইদিন সকাল সাড়ে ৯টায় ৩৩৫ স্কোর নিয়ে বায়ুদূষণে শীর্ষ ছিল ঢাকা।

এদিকে, আইকিউ এয়ারের তালিকায় রোববার সকালে শীর্ষ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এ শহরের স্কোর ১৮৩। ১৮২ স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে চীনের শেনইয়াং। দূষিত শহরের তালিকায় ভারতের মুম্বাই তৃতীয় অবস্থানে। শহরটির স্কোর ১৮০। এরপরই বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান।

আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি ক্যাটাগরিতে রাখা হয়েছে বিশ্বের ১০২টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০০-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়। আজ ওই স্তরেই রয়েছে ঢাকা।

error: Content is protected !!