হোম » সারাদেশ » কিশোরগঞ্জের ভৈরবে যুবলীগের সা.সম্পাদক সৈকতকে অব্যাহতি

কিশোরগঞ্জের ভৈরবে যুবলীগের সা.সম্পাদক সৈকতকে অব্যাহতি

শাহজাহান সাজু (কিশোরগঞ্জ) প্রতিনিধি: দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কিশোরগঞ্জের ভৈরব পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আল আমিন সৈকতকে অব্যাহতি দেয়া হয়েছে। গতকাল বুধবার (০১ ফেব্রুয়ারি) দিনগত রাতে দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।
অব্যাহতিপ্রাপ্ত আল আমিন সৈকত ভৈরব পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।দলীয় সূত্রে জানা গেছে, গত ২৯ জানুয়ারি সন্ধ্যায় ভৈরবের কালিকাপ্রসাদ ইউনিয়ন আওয়ামী যুবলীগের ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডের সম্মেলন চলাকালে ভৈরব পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আল আমিন সৈকতের নেতৃত্বে হামলা ও ভাঙচুর করা হয়।
এছাড়াও ভৈরব বাজারে কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লিটন মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট করা হয়।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টুসহ সিনিয়র নেতাদের উপস্থিতিতে সম্মেলনস্থলে হামলা, ভাঙচুর এবং ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটে নেতৃত্ব দেন আল আমিন সৈকত। তার এ সমস্ত কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলা ভঙ্গের সামিল হওয়ায় পৌর যুবলীগের সাধারণত সম্পাদক পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Loading

error: Content is protected !!