হোম » সারাদেশ » পৌনে এক ঘণ্টাতেও তিন কেন্দ্রে ভোটারের দেখা নেই

পৌনে এক ঘণ্টাতেও তিন কেন্দ্রে ভোটারের দেখা নেই

আওয়াজ অনলাইন: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে তিন কেন্দ্রে আজ বুধবার সকাল সাড়ে নয়টা পর্যন্ত ভোটার উপস্থিতি একেবারেই কম দেখা গেছে। তিনটি কেন্দ্র ঘুরে দেখা যায়, প্রথম পৌনে এক ঘণ্টায় দুটি কেন্দ্রে কোনো ভোটই পড়েনি৷ আরেকটি কেন্দ্রে ভোট পড়েছে ১৪টি। এই তিন কেন্দ্রে মোট ভোটার ১০ হাজার ৭৬৮ জন।

সকাল সাড়ে আটটায় ভোট গ্রহণ শুরু হয়েছে। সরাইল ও আশুগঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের মোট ভোটার ৩ লাখ ৭৩ হাজার ৩১৯ জন। মোট ১৩২টি কেন্দ্র ও ৮২৬টি ভোটকক্ষে ভোট গ্রহণ চলছে।

সব কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে ইভিএম পদ্ধতিতে।

সরাইল সদরের উচালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সরাইল অন্নদা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট শুরুর প্রথম ৪৫ মিনিটে একজন ভোটারও আসেননি।

কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোট গ্রহণের দায়িত্বে থাকা ব্যক্তিরা অলস সময় কাটাচ্ছেন৷

Loading

error: Content is protected !!