হোম » সারাদেশ » কিশোরগঞ্জে নতুন রূপে ফিরেছে শীত

কিশোরগঞ্জে নতুন রূপে ফিরেছে শীত

শাহজাহান সাজু : শীত বিদায়ের ঘণ্টা বাজছে। মাঘ মাসের প্রথম অর্ধেক পার হয়ে গেছে। এমন প্রকৃতিতে কিশোরগঞ্জে বেশ কয়েকদিন আগে ঝলমলে রোদ থাকায় তাপমাত্রা কিছুটা বেড়েছিল।
এতে শীত কম মনে হলেও, আবারও গত শনিবার থেকে ঘনকুয়াশা সঙ্গে বইছে হিমেল বাতাস। তাই আবারও জেঁকে বসেছে শীত। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সোমবার (৩০ জানুয়ারি) দেখা যায় দিনভর মেঘলা আকাশ। মাঠ-ঘাট কুয়াশার চাঁদরে ঢাকা। সূর্যের দেখা না মেলায় বিদায়ী মাঘে যেন নতুন রূপে ফিরেছে শীত।
মাঘ মাসে বাঘ কাঁপে প্রবাদকে সত্য প্রমাণ করতেই এই শীত এসেছে বলে মনে করছে স্থানীয়রা। কনকনে শীতে কাজে যোগ দিতে না পারায় বিপাকে পড়েছে খেটে খাওয়া শ্রমজীবী মেহনতি মানুষ।
মোটা কাপড়ের অভাবে দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের মানুষের। শিশু-বৃদ্ধরা নানা শীত জনিত রোগে আক্রান্ত হচ্ছে। তারা স্থানীয় হাসপাতালসহ বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছেন। গরু-ছাগল ও গৃহপালিত পশুপাখিও এই মধ্য মাঘের শীতে যবু তবু হয়ে পড়ছে।

Loading

error: Content is protected !!