হোম » সারাদেশ » মার্কিন প্রযুক্তি খাতে ভারতীয়দের ছাঁটাই

মার্কিন প্রযুক্তি খাতে ভারতীয়দের ছাঁটাই

আওয়াজ অনলাইন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। আর তেলের দাম বৃদ্ধির সাথে সাথে অন্যান্য খাতে ব্যাপক প্রভাব পড়েছে। এমনকি গুগল, মাইক্রোসফট, অ্যামাজনের মতো বড় বড় তথ্যপ্রযুক্তি সংস্থাগুলো তাদের প্রতিষ্ঠান সচল রাখতে হিমশিম খাচ্ছে। শুধু কি তাই? তারা কর্মী ছাঁটাই করছে ব্যাপকভাবে। যুক্তরাষ্ট্রে কর্মী ছাঁটাইয়ের দিক থেকে ভারতীয়দের সংখ্যা সবচেয়ে বেশি।

গত নভেম্বর থেকে দু’লাখ তথ্যপ্রযুক্তি কর্মী আমেরিকায় কাজ হারিয়েছে। তাদের মধ্যে অনেকেই চাকরি করতেন গুগল, মাইক্রোসফট ও অ্যামাজনের মতো বড় প্রতিষ্ঠানে।

সম্প্রতি যারা চাকরি থেকে ছাঁটাই হয়েছে তাদের মধ্যে, ৩০ থেকে ৪০ শতাংশই ভারতীয় কর্মী। যাদের বেশিরভাগই যুক্তরাষ্ট্রে চাকরি করছে এইচ-১বি বা এল১ ভিসায়।

নির্দিষ্ট সময়ের মধ্যে পুনরায় চাকরি না পেলে তাদের বাসায় আসতে হবে। কিংবা ভিসার মেয়াদ শেষ হলে তারা বিপাকে পড়ে যাবে।

এমন পরিস্থিতিতে ভারতীয়রা খুবই হতাশায় ও অস্বচ্ছল জীবন যাপন করছে।

তবে ভারত সরকারের পক্ষ থেকে ওই সকল লোকদের জন্য কি করা যায় তা  নিয়ে জোর চেষ্টা চলছে।

Loading

error: Content is protected !!