হোম » সারাদেশ » প্রধানমন্ত্রী ২৭টি প্রকল্পের উদ্বোধন করলেন

প্রধানমন্ত্রী ২৭টি প্রকল্পের উদ্বোধন করলেন

আওয়াজ অনলাইন: আজ দুপুরে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন মাননীয় প্রধানমন্ত্রি। পরে তিনি ২৭ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।

এ সময় তিনি টুঙ্গিপাড়ায় উপস্থিত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোপালগঞ্জের ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ১টি উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্থর স্থাপন করেন।

বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত দুটি ঘাটলা, বঙ্গবন্ধুর প্রতিকৃতি, টুঙ্গিপাড়া বাস টার্মিনাল, পাটগাতি ভূমি অফিস, টুঙ্গিপাড়া পৌর মার্কেট, টুঙ্গিপাড়া বাস টার্মিনাল, জেলা প্রসাশন স্কুল অ্যান্ড কলেজ ভবন, সোনাখালির জোড়াসেতু, রাধাকান্ত উচ্চ বিদ্যালয়, দারুছুন্নাহ সালেহিয়া ফাজিল মাদ্রাসা, মাঝবাড়ী ইউনিয়ন ভূমি অফিস, পাটগাতী ইউনিয়ন ভূমি অফিস, বাঁশবাড়িয়া ঝনঝনিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা, গোপালগঞ্জ সদরের স্বাধীনতা নামে জেলা পরিষদের ডাক বাংলো, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলার বেশ কয়েকটি গার্ডার ব্রিজ উদ্বোধন।

এ ছাড়াও শেখ লুৎফর রহমান গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করেন বঙ্গবন্ধুকন্যা।

গোপালগণ্ঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রি শেখ হাসিনার উন্নয়ন প্রকল্প উদ্বোধনের বিষয়ে এলাকাবাসী খুব খুশি হয়েছেন।

error: Content is protected !!