হোম » সারাদেশ » বগুড়ার আদমদীঘিতে ট্রাক চুরি

বগুড়ার আদমদীঘিতে ট্রাক চুরি

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে দোকানপাট, মোটরসাইকেল চুরির পর এবার ট্রাক চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (৩ জানুয়ারী) দিবাগত রাতে আদমদীঘির রেলস্টেশন এলাকায় বাসার সামনে থেকে মাছ ব্যবসায়ী শফিকুল ইসলামের একটি ট্রাকটি চুরি যায়। এ ব্যাপারে আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ট্রাক মালিক শফিকুল ইসলাম।

আদমদীঘি উপজেলা সদর, সান্তাহার পৌরসভা এলাকাসহ আশ পাশে পর পর দোকান পাট, মোটরসাইকেল চুরির ঘটনায় পুলিশ দুটি মোটরসাইকেল উদ্ধার ও চোর গ্রেফতার করলেও সোনার দোকানে চুরি যাওয়া মালামাল উদ্ধার কিংবা চোর শনাক্ত করতে পারেনি পুলিশ। এরপর গত মঙ্গলবার দিবাগত রাতে আদমদীঘির মাছ ববসায়ী শফিকুল ইসলামের রেলস্টেশন এলাকায় তার বাসার সামনে থেকে ঢাকা মেট্রো-ন-১১-৮২৯৪ নম্বর আইসার কোম্পানী একটি ট্রাক চোরেরা চুরি করে নিয়ে যায়। ট্রাকটির দাম ১২ লাখ টাকা বলে ট্রাকের মালিক শফিকুল ইসলাম দাবী করেছেন।

এসময় একই স্থানে রাখা মাহিন্দ্র কোম্পানীর অপর একটি ট্রাকের চাবি ভেঙ্গে চুরির চেষ্টা করে ব্যর্থ হয় চোরচক্র।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, চুরি যাওয়া ট্রাক উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চলছে।

Loading

error: Content is protected !!