হোম » সারাদেশ » বিজিবি’র শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে মেডিকেল ক্যাম্প 

বিজিবি’র শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে মেডিকেল ক্যাম্প 

ঠাকুরগাঁও প্রতিনিধি: উত্তরের জেলা ঠাকুরগাঁও  দেশের অন্যান্য জেলার তুলনায় শীত নামে বেশ আগেই। তাই ঠাকুরগাঁও জেলার দুস্থ, অসহায় ও গরীবদের মাঝে বিজিবির পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়। একই সাথে অসহায় ও গরীব, দুস্থদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
শুক্রবার (১৬ ডিসেম্বর)  বিকেলে পৌর শহরের নিশ্চিন্তপুর আইডিয়াল হাই স্কুল মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। বিজিবি’র ঠাকুরগাঁও সদর দপ্তরের   তত্ত্বাবধানে  ৫০ বিজিবি এবং বিজিবি হাসপাতালের ব্যবস্থাপনায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র পরিচালক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ, বিজিবি হাসপাতালের পরিচালক লে. কর্নেল বিপ্লব কুমার রাহা, ৫০ বিজিবির সহকারী পরিচালক মিজানুর রহমান চৌধুরী, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী সহ বিজিবির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এ সময় ৩ শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। একই সাথে প্রায় ৩শ গরীব ও অসহায় মানুষের বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করেন বিজিবি হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ লে. কর্নেল আবু সায়েদুজ্জামান। উল্লেখিত রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
error: Content is protected !!