হোম » সারাদেশ » হাতীবান্ধায় ৬১ বিজিবি’র ফ্রি চিকিৎসা কার্যক্রম ও শীতবস্ত্র বিতরণ

হাতীবান্ধায় ৬১ বিজিবি’র ফ্রি চিকিৎসা কার্যক্রম ও শীতবস্ত্র বিতরণ

মিজানুর রহমানঃ মহান বিজয় দিবস উপলক্ষে লালমনিরহাটের হাতীবান্ধায় বর্ডার গার্ড বাংলাদেশ তিস্তা-২ (৬১ বিজিবি) ব্যাটালিয়নের উদ্যেগে সীমান্তর্তী গরীব দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন। এ সময় প্রায় দুই শতাধিক দুস্থদের ফ্রী চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ  প্রদান করা হয়।
শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার জোতবাড়াই পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীত বস্ত্র ও ফ্রী মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করেন তিস্তা-২ ব্যাটালিয়ন (৬১ বিজিবি)। তিস্তা ব্যাটলিয়নের (৬১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ নূরুদ্দীন খান, সিঙ্গিমারী ও গেন্দুকুড়ি বিওপি কমান্ডারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় শীতবস্ত্র নিতে আসা সুবিধাভোগীরা বলেন, শীতে অতিকষ্টে জীবন কাটাতে হয়। এ কম্বল আমাদের খুবই উপকারে আসবে। বিজিবি সদস্যদের জন্য প্রাণখুলে দোয়া রইলো।
error: Content is protected !!