হোম » সারাদেশ » জয়পুরহাটে বিশ্ব পর্যটন   দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জয়পুরহাটে বিশ্ব পর্যটন   দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট প্রতিনিধিঃ ‘পর্যটনে নতুন ভাবনা’ এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে বিশ্ব পর্যটন  দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফারজানা হোসেন, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজার রহমান, জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নূরুল আমিন, সাবেক পৌর মেয়র আব্দুল আজিজ মোল্লা ও জয়পুরহাট শিশু উদ্যানের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম চৌধুরী প্রিন্স প্রমুখ।
জেলা প্রশাসক শরিফুল ইসলাম বলেন, পর্যটন মানুষকে ইতিহাস-ঐতিহ্যের বিষয়ে সচেতন করে। পাশাপাশি অর্থনীতিতে পর্যটন বিশেষ অবদান রাখতে পারে। জয়পুরহাট জেলার পর্যটনের আকর্ষণ বৃদ্ধি করতে জেলার ঐতিহাসিক নিদর্শনগুলো সবার সামনে তুলে ধরা প্রয়োজন।

Loading

error: Content is protected !!